মোটিভেশন-১

মোটিভেশন-১

কেমন আছেন সবাই,আশা করি ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি,চলুন
শুরু করা যাক।

 

 

১. একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির
সমান।

 

২. সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প
পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে।

 

৩. স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে
ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।

 

৪. মানুষ তার ভবিষ্যত পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে।
অভ্যাসই মানুষের ভবিষ্যত পরিবর্তন করে দেয়।

 

৫. তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো।

 

৬. উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু
সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে।

৭. নেতা সমস্যায় ভয় পান না। বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। তাকে কাজ করতে হবে
সততার সঙ্গে।

 

৮. জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।

 

৯. ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ
হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী।

 

১০. জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে
আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।

 

১১. কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ
কঠিন হওয়া উচিত।

 

১২. প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন
অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে।

 

১৩. যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই পায় না। আর পেলেও সেটা হয় অর্ধেক
হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়।

 

১৪. তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো- তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস
থাকতে হবে। মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে মেটাবার
মানসিকতা থাকতে হবে।

 

১৫. বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর
দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।

 

১৬. আমি সুপুরুষ নই। কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই।
সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়।

 

১৭. কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা।

 

১৮. তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে
না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে
তোমার সবাইকে স্যালুট করতে হবে।

 

১৯. প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো:

 

১) আমি সেরা

 

২) আমি করতে পারি

 

৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে

 

৪) আমি জয়ী

 

৫) আজ দিনটা আমার

 

২০. তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন, বাবা, মা ও শিক্ষক।

 

২১. জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যে এতো আনন্দ।

 

২২. যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না।

 

২৩. ফেল করে হতাশ হয়ো না। ইংরেজি শব্দ ফেল ‘Fail’ মানে ‘First Attempt in
Learning’ অর্থাৎ ‘শেখার প্রথম ধাপ’। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে
দেবে।

 

২৪. সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না।
শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে।

 

২৫. সমাপ্তি মানেই শেষ নয়। ‘END’ শব্দটির মানে হচ্ছে ‘Effort Never Dies’ অর্থাৎ
‘প্রচেষ্টার মৃত্যু নেই’।

 

২৬. আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, ব্যর্থতার উপরেও গড়ি।

 

২৭. একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন
ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে।

 

২৮. উপরে তাকিয়ে আকাশটাকে দেখো। তুমি একা নও, এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই।

 

২৯. কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছো না! চিন্তিত করো না- ‘NO’ শব্দের মানে
হচ্ছে ‘Next Opportunity’ অর্থাৎ ‘পরবর্তী সুযোগ’।

 

৩০. স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায়
না।

 

সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে
বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।

You have to pay 3 values ​​for success: love, hard work, and working after
failure to make dreams come true.

Mainitbd Motivation part 1

 

 

পুত্রকে চেনা যায়- বিবাহের পর

আর কন্যাকে চেনা যায় — যৌবনে,

স্বামীকে চেনা যায় — স্ত্রীর অসুস্থতায়

স্ত্রীকে চেনা যায় — স্বামীর দারিদ্রতায়,

আর বন্ধুর পরিচয — বিপদে

ভাইয়ের পরিচয় — লড়াইয়ে,

সন্তান চেনার উপায় হলো — বুড়ো অবস্থায়….

 

 

যার মাঝে সীমাহীন উ‌ৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার
সম্ভাবনা সবচেয়ে বেশি”

– ডেল কার্নেগী (বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর)

 

০৩. “তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও
প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।”

– কিম গ্রাস্ট (বিশ্বখ্যাত মার্কেটিং এক্সপার্ট)

 

 

০৪. “সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়।
পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।”

– ভিন্স লম্বারডি (আমেরিকান ফুটবলার ও কোচ)

 

০৫. “একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ, যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। ”

– ব্রুস লী (বিশ্বখ্যাত মার্শাল আর্টিস্ট)

 

০৬. “একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ্ বানিয়ে ফেলো। চিন্তা
করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী, রক্তনালী – পুরো শরীরে সেই লক্ষ্যকে
ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ।”

– স্বামী বিবেকানন্দ (ভারতীয় পন্ডিত, সাধক, ও লেখক)

 

 

০৭. “একজন মানুষ এখন কতটা উপরে আছে, তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে
পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা ওপরে তুলতে পারে – সেটাই আসল কথা।”

– জর্জ এস, প্যাটন (২য় বিশ্বযুদ্ধে আমেরিকান সেনাবাহিনীর জেনারেল)

 

০৮. “সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না; তুমি যা করতে ভালোবাসো, সেটাই করতে
থাক। সাফল্য নিজেই ধরা দেবে।”

– ডেভিড ফ্রস্ট (বৃটিশ সাংবাদিক ও লেখক)

 

০৯. “সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে।
অনেককে জোর করে সফল বানানো হয়। কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় –
সেই প্রকৃত সাফল্য অর্জন করে”

– সংগৃহীত

 

 

১০. “সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম। সেইসাথে, জয়
পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ বিলিয়ে দেয়া।”

– ভিন্স লম্বারডি (আমেরিকান ফুটবলার ও কোচ)

 

১১. “সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে, ততক্ষণ কাজ করে। আর অসাধারণ সফল মানুষেরা
ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয়, ততক্ষণ কাজ বন্ধ করে না”

– ব্রায়ান ট্রেসি (বিশ্বখ্যাত সেলফ ডেভেলপমেন্ট কোচ ও লেখক)

 

১২. “জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস”

– মার্ক টোয়েন (বিশ্বখ্যাত লেখক ও ঔপন্যাসিক)

 

 

১৩. “ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের
প্রাসাদের দুই মূল ভিত্তি”

– ডেল কার্নেগী (বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর)

 

১৪. “কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি”

– পাবলো পিকাসো (বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী)

 

১৫. “সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে”

– অস্কার ওয়াইল্ড (বিশ্বখ্যাত আইরিশ কবি, লেখক ও নাট্যকার)

 

 

১৬. যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই
বললেই চলে If you have no one to criticize, you are unlikely to succeed

– ম্যালকম এক্স ( ৫০-৬০ এর দশকের আমেরিকার মুসলিম নেতা)

 

১৭. “আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার
চেষ্টা করে যাওয়া”

– মার্গারেটা থ্যাচার (‘আয়রন লেডী’-খ্যাত সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী)

 

১৮. “একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে,
তারচেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে। যারা সফল হয়, তারা সফল হওয়ার আগে
থেকেই সফল মানুষের মত আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিনত হয়। আপনি যদি
বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে। এবং
আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গীর সুফল দেখে অবাক হয়ে যাবেন”

– উইলিয়াম জেমস (আমেরিকান দার্শনিক ও মনোবিজ্ঞানী)

 

 

১৯. “মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য
উপভোগ করতে পারে. Hard times are very important in human life. People can enjoy
success only because of difficult times”

– এ.পি.জে আব্দুল কালাম (পদার্থ বিজ্ঞানী, ভারতের সাবেক রাষ্ট্রপতি)

 

২০. “সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনও কাজে বিলিয়ে
দেয়”

– জন উডেন (বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়)

 

২১. “সাফল্য খুব সহজ ব্যাপার। সঠিক কাজটি সঠিক ভাবে ও সঠিক সময়ে করে ফেলো”

– আর্নল্ড গ্লাসগো (আমেরিকান সফল উদ্যোক্তা)

 

 

 

২২. “সাফল্যের আগুন একা একা জ্বলে না। এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে”

– আর্নল্ড গ্লাসগো (আমেরিকান সফল উদ্যোক্তা)

 

২৩. “সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো”

– বন জোভি (বিশ্ব বিখ্যাত রক মিউজিশিয়ান)

 

২৪. “অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার
জন্য খুব বড় একটা ব্যাপার”

– উইলিয়াম ফেথার (বেস্ট সেলিং লেখক)

 

 

২৫. “সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের ‘না’ বলার
ক্ষমতাও অসাধারণ”

– ওয়ারেন বাফেট (আমেরিকান বিলিওনেয়ার)

 

২৬. “ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালোলাগার কাজটি
করছে”

– ওয়ারেন বাফেট (আমেরিকান বিলিওনেয়ার)

 

২৭. “সফল মানুষেরা সাধারণত তাঁদের কাজের বিষয়কে পাগলের মত ভালোবাসেন”

– সংগৃহীত

 

 

২৮. “সাফল্য ঘটে না। তাকে ঘটাতে হয়”

– ক্রিস গ্রসার (আমেরিকান সফল উদ্যোক্তা)

 

২৯. “সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে”

– আলবার্ট আইনস্টাইন (বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী)

 

৩০. “অসত্যের পথে সফল হওয়ার চেয়ে, সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো”

– হারমান মেলভি (আমেরিকান লেখক ও কবি)

 

 

৩১. “সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেয়ার বদলে মাছ ধরতে শেখাও”

– মাও সে তুং (চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা)

 

৩২. “অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে। কিন্তু তুমি
যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল হবেই।”

– জ্যাক মা (প্রতিষ্ঠাতা, আলিবাবা গ্রুপ)

 

৩৩. “অন্যের সাফল্যের বদলে, অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ
মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে”

– জ্যাক মা (প্রতিষ্ঠাতা, আলিবাবা গ্রুপ)

 

 

৩৪. “রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে
আসে”

– স্টিভ জবস (প্রতিষ্ঠাতা, এ্যাপল কম্পিউটার্স)

 

৩৫. “সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত। সফল মানুষেরা সব সময়ে কাজ করে
যান। তাঁরা ভুল করেন, কিন্তু কখনও সেই কারণে থেমে যান না”

– কনরাড হিলটন (হিলটন হোটেল চেইন এর প্রতিষ্ঠাতা)

 

সবাই ভালো থাকেন, সুস্থ থাকে,আবারও হাজির হবো,নতুন পোষ্ট নিয়ে।

Share This Post