Mx Player এর হিডেন ট্রিক… দেখুন কাজে লাগতে পারে

এখন আমি আপনাদের MX Player এর একটি হিডেন ট্রিক শেখাবো. এটা যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য. যারা জানেন তারা দূরে থাকুন.
এই ট্রিকটির মাধ্যমে আপনি MX Player এর ভিডিও স্ক্রিণ লক করলে যারা এই ট্রিক জানে না তারা লক খুলতে পারবে না.
তো চলুন শুরু করি-
আপনাদের সবার ফোনে নিশ্চয়ই MX Player রয়েছে. প্রথমে MX Player টি ওপেন করুন.
তারপর নিচের স্ক্রিণসট ফলো করুন.


তারপর যেকোন ভিডিও প্লে করে লক করুন.
এখন দেখুন স্ক্রিণে টাচ করলে আনলক বাটন আসছে না.বদং নানা পশু-পাখির ছবি উঠছে.

লক করা তো শিখালাম এবার আনলক করা শেখাই.
নিচের স্ক্রিণসট অনুযায়ী 1,2,3,4 এরকম সিরিয়ালে প্রতি কোনায় একবার করে টাচ করুন. অবশ্যই একদম কোনায় কোনায় টাচ করবেন.

দেখুন আনলক হয়ে গেছে.

সবাই ভালো থাকবেন. কেউ বাজে কমেন্ট করবেন না

Share This Post
About MainitBD Author

শিক্ষা জাতীর মেরুদন্ড! শিখবো, না হয় শেখাবো।

Leave a Comment