YouTube ভিডিওর জন্য আকর্ষনীয় Thumbanail বানানো শিখুন Android মোবাইল দিয়েই। ভিডিওর Viewবাড়বে ৩ গুন ১০০%

ট্রিকবিডিতে আমাদের যে সকল ইউটুবার বন্ধু রয়েছেন, তাদের জন্য আমার এই পোষ্ট।
আপনার যদি ইউটুব চ্যানেলে ২/৪ টা ভিডিও আপলোড করা থাকে তাহলে আপনি এটা বেশ ভালো জানবেন যে
আপনার ইউটুব ভিডিওর জন্য থাম্বানেল কতটা গুরুত্বপূর্ন।
শুধুমাত্র একটা ভালো থাম্বানেল আপনার ভিডিওর ভিউকে  শ থেকে হাজারে,
হাজার থেকে লাখে পরিনত করে দিতে পারে।।
তাই আপনার ইউটুব ভিডিওকে ভাইরাল করতে হলে
একটা ভালো মানের থাম্বানেল আপনাকে অবস্যই সেট করতে হবে।
এখন হচ্ছে আসল কথা। অইযে বললাম ভালো থাম্বানেল সেট করতে হবে।
এই ভালো থাম্বানেল টা আপনি কোথায় পাবেন?
ভাই ভাই ভাই!!! থাম্বানেল কোথাও পাওয়া যায় না। এটা ফটো ইডিটরের সাহায্যে বানিয়ে নিতে হয়।।
আপনার প্রতিটা আলাদা আলাদা ভিডিওর জন্য একটা করে আকর্ষনীয় থাম্বানেল বানাতে হবে যেন
পাবলিক থাম্বানেল দেখেই বুজতে পারে যে ভিডিওটাতে কি আছে?

ভালো থাম্বানেল কিভাবে বানাবেন?

 

ভালো থাম্বানেল বানাতে হলে আপনাকে ফটো ইডিটরের সাহায্য নিতে হবে।
কম্পিউটার এবং মোবাইলের জন্য আলাদা আলদা ইডিটর রয়েছে থাম্বানেল বানানোর ক্ষেত্রে।

আজকে আমি দেখাবো এন্ড্রোয়েড মোবাইলের সাহায্যে কিভাবে একটা সুন্দর থাম্বানেল বানাবেন।

(প্রথমে স্ক্রিনশটে দেখাচ্ছি তবুও না বুজলে সবার নিচের ভিডিওটা দেখুন সেখানে হাতে কলমে বুজানো আছে)
মোবাইলে থাম্বেনল বানানোর জন্য অনেক সফটোয়ার প্লে স্টোরে পাওয়া যায়।
তবে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে একটা সফটোয়ার সাজেষ্ট করবো

যেটার নাম হচ্ছে  Thumbanail maker

নিচের স্ক্রিনশটে মারক করে দেওয়া এপস্টা দেখুন একবার।
প্লে স্টোরে আপনি এটা ফ্রীতেই পাবেন।
এখান থেকে ডাওনলোড করে নিন।
সফটোয়ার টা ওপেন করলে আপনি নিচের মত একটা ফিচার পাবেন
এখান থেকে Create new এ একটা ক্লিক করুন।
নিচের স্ক্রিনশটের মত একটা পেইজ আসবে। সেখানে নিচের দিকে মারক করা অপশনগুলো খেয়াল করুন। এখানে আপনি নিজের ইচ্ছামত বেকগ্রাউন্ড কালার, টেক্সট, পিকচার, আইকন সব নিতে পারবেন।

 

এখনো যদি আপনি সফলভাবে ভালো একটা থাম্বানেল না বানাতে পারেন
তাহলে নিচের এই ভিডিওটাতে একটা ক্লিক করে দেখে দেখে বানিয়ে নিন

পোষ্ট টা ভালো লাগলে আমার ইউটুব চ্যানেল থেকে একবার ঘুরে আসুন

YouTube

 

কমেন্টস করতে ভুলবেন না,

ধন্যবাদ সবাইকে।

Share This Post

Leave a Comment