[Math Trick] 1=2 প্রমাণ করে চমকে দিন বন্ধুদেরকে | না দেখলে মিস করবেন

আসসালামু আলাইকুম।কেমন আছেন?আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি।আজকে শেয়ার করব গণিত নিয়ে একটি মজাদার ট্রিক!

আপনি গণিতে দূর্বল হলেও ভয় পাওয়ার দরকার নেই।এটা খুবই সোজা শুধু একটা ট্রিক! আমরা জানি ১ কখনো ২ এর সমান হতে পারে না এমনকি কোন সং্খ্যাই অন্য আরেকটি সং্খ্যার সমান হতে পারে না।কিন্তু এই ট্রিকটির মাধ্যমে আজকে প্রমাণ করে দিব যে ১=২!

১=২ এর প্রমাণ:
ধরি,
a=b
বা,a²=ab
[উভয়পক্ষকে ‘a’ দ্বারা গুণ করে]
বা,a²-b²=ab-b² [উভয়পক্ষ থেকে ‘b²’ বিয়োগ]
বা,(a+b)(a-b) =b(a-b) [বামপক্ষে সূত্র প্রয়োগ্ এবং ডানপক্ষে ‘b’ কমন নিয়ে]

বা,a+b=b [উভয়পক্ষকে ‘(a-b)’ দ্বারা ভাগ]
বা,b+b=b [আগেই ধরে নেওয়া হয়েছে a=b ]
বা,2b=b
সুতরাং,2=1
[উভয়পক্ষকে ‘b’ দ্বারা ভাগ করে]
(প্রমাণিত)

ট্রিকটি কোথায়?→ আমরা শুরুতে ধরে নিয়েছিলাম a=b অর্থাৎ, a-b=0। ৪নং লাইনে দেখুন আমরা (a-b) কে (a-b) দিয়ে ভাগ করেছি অর্থাৎ ০ দিয়ে ০ কে ভাগ করেছি।কিন্তু ০দিয়ে ০ কে ভাগ করলে ভাগফল আসে অসংগায়িত অথবা ক্যালকুলেটর চেপে দেখুন “Math Error” দেখাবে…আমরা এই জায়গাটায় এই ট্রিকটা খাটিয়েছি এবং কাউকে বুঝতে না দিয়ে ১=২ প্রমাণ করে দেখিয়েছি!

তো এইছিল আজকের পোষ্ট।আগামীকাল থেকে ট্রিকবিডিতে রেগুলার হব।আশা করি পোষ্টটি ভালো লেগেছে।কেউ খারাপ মন্তব্য করবেন না! আল্লাহ হাফেয!

Share This Post
About MainitBD Author

শিক্ষা জাতীর মেরুদন্ড! শিখবো, না হয় শেখাবো।

Leave a Comment