এবার ফটোশপে তৈরি করুন নিজের একটি মুভি পোস্টার ডিজাইনঃ ফটোশপ টিউটোরিয়াল

কেমন আছেন সবাই?

আবারো হাজির হলাম ফটোশপের টিউটোরিয়াল নিয়ে।

আজকের বিষয়ঃ ফটোশপের মাধ্যমে মুভি পোস্টার ডিজাইন করা। 

Photoshop Movie Poster Design: Create A Flim Poster | Photoshop Tutorial

আজকের টুটোরিয়ালে আমরা উপরের পোস্টারের মত একটি পোস্টার ডিজাইন করব। সাথেই থাকুন।

এই টিউটোরিয়ালের জন্য আমি ফটোসপের সি সি ভার্সন ব্যাবহার করেছি। আপনারা চাইলে সি এস ৬ অথবা অন্য কোন ভার্সন দিয়ে চেস্টা করতে পারেন।

এই টিউটরিয়ালে আপরা শিখতে পারবেনঃ

  • মুভি পোস্টার ডিজাইন।
  • কালার ইফেক্ট।
  • গ্রেডিয়েন্ট ইফেক্ট।
  • ফটো মেনিপুলেশন।

এই পোস্টার ডিজাইনের জন্য সকল স্টক ফাইল ও ইমেজ ভিডিও ডিস্ক্রিপশনে দেওয়া আছে, চাইলে ডাউনলোডকরে নিতে পারেন অথাব অন্য স্টক ইমেজ ব্যাবহার করতে পারেন।

তাহলে চলুন এবার টিউটোরিয়ালে যাও্যা যাকঃ

https://youtu.be/g6aCLvIw37I

টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন।

টিউটোরিয়ালটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেননা।

Share This Post
About MainitBD Author

শিক্ষা জাতীর মেরুদন্ড! শিখবো, না হয় শেখাবো।

Leave a Comment