Smart NID Card নিতে চান? | Credit কর্ডের মতো ডিজিটাল কার্ড পেতে চান? | ডিসেম্বরে বাংলাদেশে কয়েক জায়গায় এই কার্ড বিতরণ করা হবে। বিস্তারিত-

 

(= আসসামুআলাইকুম =)

সূপ্রিয়, ((TrickBD – Administrator, Editor,…  Modaretor, Author, Contributor,   Subscriber এবং পাঠক ও দর্শক))

সবাইকে শুবেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের “Smart NID Card” বিষয়ক টিউন/পোষ্ট।

{{৩-৪ দিন পরে আমার Exam শুরু হবে তাই সবাই আমার জন্য দোয়া করবেন। আর পরীক্ষা শেষে ট্রিকবিডি ও অন্যান্য জনপ্রিয় সাইটে প্রতিনিয়ত পোষ্ট করার চেষ্টা করব। এ কয়েক দিন যাবত পোষ্ট করতে পারিনি কারণ, পড়ালেখা (ত বোঝতে পারছেন)।}}

 

এখন আপনিও পাবেন Smart NID Card এবং SMART হয়ে যাবেন ? তবে যারা অলরেডি পেয়েগেছে তাদেকে Smart ভাবে ধন্যবাদ।

আগামী ১ ডিসেম্বর দেশের ৩১টি জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
গত মঙ্গলবার ইসির আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ইসি সব ভোটারকে স্মার্ট কার্ড দিতে চায়।
ডিসেম্বরে যেসব জেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে সেগুলো হলো–

 1. ঢাকা সার্কেল ইউনিয়ন,
 2. নারায়ণগঞ্জের বন্দর,
 3. রাজশাহীর পবা,
 4. চট্টগ্রামের আনোয়ারা,
 5. পঞ্চগড় সদর,
 6. বগুড়া সদর,
 7. জয়পুরহাট সদর,
 8. গাইবান্ধা সদর,
 9. কুড়িগ্রাম সদর,
 10. লালমনিরহাট সদর,
 11. নীলফামারী সদর,
 12. দিনাজপুর সদর,
 13. ঠাকুরগাঁও সদর,
 14. গোপালগঞ্জের টুঙ্গিপাড়া,
 15. বান্দরবান সদর,
 16. খাগড়াছড়ি সদর,
 17. রাঙামাটি সদর,
 18. পিরোজপুর সদর,
 19. শরীয়তপুর সদর,
 20. ঝালকাঠি সদর,
 21. সুনামগঞ্জ সদর,
 22. মেহেরপুর সদর,
 23. বরগুনা সদর,
 24. বাগেরহাট সদর,
 25. নড়াইল সদর,
 26. হবিগঞ্জ সদর,
 27. কক্সবাজার সদর,
 28. নেত্রকোনা সদর,
 29. নোয়াখালী সদর,
 30. পটুয়াখালী সদর ও
 31. পাবনার সদর উপজেলা।

এখন – ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সিটি করপোরেশনে স্মার্ট কার্ড বিতরণের কাজ চলছে।  গতকাল বুধবার ঢাকার সাভার, ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং ২৮ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে।

এখন, আপনারা যদি এই জায়গা গুলোর অন্তর্ভুক্ত হন, তবে একটু কষ্ট করে স্মার্ট কার্ডটি সংগ্রহ করে নিবেন। কারণ, দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে হবে। এ জন্য কিন্তু আমাদের তথা বাঙ্গালীদের অবদান অনেক গুরুত্বপূর্ণ বলতে গেলে।

আর বাকি জায়গা গুলোর খরব সময় মতো জানিয়ে দেয়া হবে। জানতে হলে সবসময় – ট্রিকবিডি ও বিভিন্ন খবরের সাইটের সাথেই থাকুন ~ ধন্যবাদ।

((©Prothom Alo | ®Labib))

আমি→Facebook এ

Share This Post

Leave a Comment